
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১:৫১

পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পৌর ফুটবল খেলার মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-২০ এর শুভ উদ্বোধন করা হয়।
ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ শরীফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লা সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর কাউন্সিলর কামরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় পলাশের রাবান প্রগতি সংঘ দল ১-০ গোলে কালীগঞ্জের জামালপুর দুরন্ত একাদশ দলকে পরাজিত করে। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব