চলতি মাসের শেষদিকে ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে পর্তুগাল। ২০২০ সালের ইউরো বাছাইপর্বের এ দুই ম্যাচে খেলতে জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আসছে ২২ মার্চ আসন্ন ইউরো বাছাইপর্বে গ্রুপ ‘বি’র ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে পতুর্গাল। এর তিনদিন পর সার্বিয়ার বিপক্ষে লড়বেন পর্তুগিজরা। দুটি ম্যাচই গড়াবে লিসবনে। প্রত্যেকটিতে খেলবেন রোনাল্ডো। এ নিয়ে ৯ মাস পর জাতীয় দলের ডেরায় ভিড়ছেন তিনি।
গেল বছর জুন-জুলাইয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর মূল দল থেকে স্বেচ্ছা অবসরে ছিলেন সিআর সেভেন। গেল ফুটবল বিশ্বকাপে একই দশা হয় আর্জেন্টিনার। ফ্রান্সের কাছে নাস্তানাবুদ হয়ে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন আলবিসেলেস্তেরা। এরপর আকাশী-নীল জার্সিতে মেসিকে দেখা যায়নি। অবশেষে জাতীয় দলে ফিরেছেন তিনিও। কোপা আমেরিকা কাপ সামনে রেখে সদ্য আর্জেন্টিনা দলে ফিরেছেন ছোট ম্যাজিসিয়ান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।