দিনাজপুরের হাকিমপুর হিলিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে যেন থাকে। পবিত্র মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। ইফতার, সেহরি ও তারাবি নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে।
পবিত্র মাহে রমজানের সম্মানার্থে হোটেল রেস্তোরাঁর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দিনের বেলা আপনাদের ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠান বন্ধ রাখবেন। আর যদি আপনারা আমাদের আহবান অমান্য করেন রমজানের রোজা থেকে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো ইনশাআল্লাহ!
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি আব্দুল মান্নান, জামায়েত নেতা মীর শহীদ, হাকিমপুর পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুব বিভাগের নেতা আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন, আলিহট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মাহাবুব আলম, বোয়ালদাড় ইউপির আমীর মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।
মিছিলটি হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে সিপি রোড হয় হিলি বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।