মাটিরাঙ্গায় জোন কাপ ফুটবল টুর্নাামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১১ই ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন
মাটিরাঙ্গায় জোন কাপ ফুটবল টুর্নাামেন্টের উদ্বোধন

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্বাবধানে মাটিরাঙ্গা জোন এ টুর্নামেন্টের আয়োজন করে। 




শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে  মাটিরাঙ্গা মডেল সরকারী হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  মাটিরাঙ্গা সেনা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি ।




এ টুর্নামেন্টের মাধ্যমে পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি হবে উল্লেখ করে মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মুলমন্ত্রকে ধারন করে সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। তিনি বলেন, যুব সমাজ যেন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখে এ জন্য সেনাবাহিনীর এ উদ্যোগ। এ টুর্নামেন্টের মাধ্যমে এ অঞ্চলের খেলোয়াররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করে তিনি। 



এসময় মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. তৌফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা ছাড়াও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।



মাটিরাঙ্গা সেনা জোনের আওতাধীন ৬টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পল্লী উন্নয়ন ক্লাবের মুখোমিখি হয় বিএমকে যুব উন্নয়ন ক্লাব।