দীর্ঘ ১৫ বছর পর দেবীদ্বারে জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২৫ ০৭:১০ অপরাহ্ন
দীর্ঘ ১৫ বছর পর দেবীদ্বারে জামায়াতের কর্মী সম্মেলন

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সকালে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।


এসময় তিনি বলেন, “পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছে, আওয়ামীলীগ ভোটার ব্যবস্থাকে ধ্বংস করেছে।” তিনি নির্বাচন প্রক্রিয়া নিয়ে মন্তব্য করে আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর যখন তারা দেখল তাদের ভোট কমতে শুরু করেছে, তখন তারা দলের পক্ষ থেকে নির্বাচনের নতুন পন্থা গ্রহণ করে, যেখানে কেয়ারটেগার সরকারের প্রয়োজনীয়তা ছিল না। এর ফলস্বরূপ ২০১৪ সালে একটি তামাশার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায়।


তিনি বলেন, “পৃথিবীতে কোথাও রাতের ভোট হয়নি, তবে আওয়ামীলীগ তা করেছে। ২০২৪ সালে ভোটের সিস্টেমও নষ্ট করে দিয়েছে। এখন ভোটাররা ভোট দিতে যেতে ইচ্ছুক নন, এমনকি প্রার্থীরাও ভোটে অংশ নেয়ার আগ্রহ হারিয়েছেন।” তিনি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরাজয়ের কথা উল্লেখ করে বলেন, “নির্বাচনে টাকা খরচ করা, ভোটে জয় পাওয়ার জন্য চেষ্টা করার পরও তারা নির্বাচনী প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।”


মজিবুর রহমান দেশের শাসন ব্যবস্থা নিয়ে মন্তব্য করে বলেন, “এতোদিন পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছেন, তারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেননি। সমাজ, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়নি কোরানের নির্দেশনা অনুযায়ী।” তিনি আরও বলেন, “যারা আল্লাহর বিধান অনুসরণ না করে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা সবাই কাফের, ফাসেক বা জালেম।”


সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক মেহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন পৌর আমীর ফেরদৌস আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম। 


এসময় কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা (উঃ) জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, গাজীপুর মহানগর সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যাপক মুফতী আমিনুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্র শিবিরের সভাপতি মু. সানাউল্লাহ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। 


সম্মেলনে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের সমর্থন জানিয়ে বলেন, তারা দেশের সুষ্ঠু ও সঠিক নির্বাচনী ব্যবস্থার জন্য একত্রিত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করবেন।