মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়ায় অবস্থিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর উদ্যোগে শনিবার (১৮ জানুয়ারি) সকালে দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে অনুষ্ঠিত হয়েছে বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা। প্রায় ৩,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী জানান, "এ বছর দেশের ৩০টি মারকাযে কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষায় ১৬০ জন পরীক্ষক দায়িত্ব পালন করেন। প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার দায়িত্বে ছিলেন। বর্তমানে বোর্ডের অধীনে ৪০০টি ইলহাকভুক্ত মক্তবে প্রায় ১৫,০০০ ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়নরত রয়েছে।"
বোর্ডের মহাপরিচালক মাওলানা সা'দ আমিন বর্ণভী বলেন, "ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের আওতায় আমরা দেশব্যাপী মক্তব শিক্ষাকে শক্তিশালী করার জন্য কার্যক্রম পরিচালনা করছি। দেশে মক্তব শিক্ষার গুরুত্ব বৃদ্ধি করতে কাজ করছি, কারণ বহু অঞ্চলে এখনও মক্তব শিক্ষা যথাযথ গুরুত্ব পাচ্ছে না। মক্তবগুলোতে শিশুরা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষা লাভ করছে।"
মাওলানা সা'দ আরও বলেন, "এই বোর্ডের লক্ষ্য ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা মক্তব শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।"
বোর্ডের উদ্যোগে মক্তব শিক্ষা শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শিশুরা ইসলামী শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধও অর্জন করছে। বোর্ডের কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং মক্তব শিক্ষা পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।