নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে গভীর রাতে এক বাসায় ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার রাতের এই ঘটনার পর ভুক্তভোগী ইউনুস জামান সাখিদার রবিবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ইউনুস জামান সাখিদারের প্রতিবেশী আব্দুল মান্নান সাখিদার ও মো. সোহাগ তাদের বাসায় কারো উপস্থিতি না থাকার সুযোগে মেইন গেটের প্রাচির পার হয়ে ঘরে ঢুকে আলমারী থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যান। তাদের চুরি করা স্বর্ণালঙ্কারের মধ্যে ছিল দুটি গলার হার, চারটি আংটি, তিনটি হাতের বালা, দুটি চেইন, দুটি কানের দুল, মোট ১০ ভরি ৪ আনা স্বর্ণ (যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা) এবং ৩ লাখ ৭৫ হাজার টাকা।
ভুক্তভোগী ইউনুস জামান সাখিদার বলেন, ঘটনার পর প্রতিবেশী দুই ব্যক্তির আচরণ দেখে তাদের ওপর সন্দেহ তৈরি হয়। তাদের অস্বাভাবিক কথা বলার ভঙ্গি এবং অঙ্গভঙ্গি তাদের চুরির সাথে জড়িত থাকার ইঙ্গিত দেয়। তিনি তাদের শাস্তি দাবি করেন এবং প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এদিকে, অভিযুক্তদের বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এই ঘটনা সম্পর্কে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন চুরির ঘটনা তদন্তে জোরদার মনোযোগ দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।