কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। আর এই শিরোপা জয়ে নিজের ক্যারিয়ারের পূর্ণতা পান লিওনেল মেসি। আর এই অর্জনের জন্য সুপার ব্যালন ডি’অর জিততে পারেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
খেলোয়াড়ি জীবনে প্রাপ্তির কোন কমতি ছিলো না মেসির। পেয়েছেন সাত সাতটি ব্যাল ডি’অর। এছাড়াও রয়েছে কোপা ও ফিনালিসিমা জয়ের কীর্তি। শুধু বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা বাকি ছিলো এই ফুটবল জাদুকরের। কাতার বিশ্বকাপের শিরোপা জিতে সেটিও পূর্ণ করেন মেসি। আর তাই স্প্যানিশ গণমাধ্যমের মতে, মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘সুপার ব্যালন ডি’অর দেয়া হতে পারে তাকে।
ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে পার ব্যালন ডি’অর জিতেছেন আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদের হয়ে ৩০৮টি গোল করার পাশাপাশি জিতেন টানা পাঁচটি ইউরোপিয়ান কাপ। ১৯৫৭ ও ১৯৫৯ সালে জিতেন ব্যালন ডি’অর। ফুটবলে অভাবনীয় অবদানের জন্য পান সুপার ব্যালন ডি’অর। ফুটবল ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন ডি’অর জিততে পারেন মেসি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।