ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সেই স্টেডিয়ামটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর বার্তাসংস্থা এএফপি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি সুবিধাসহ খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিতে কানজুরুহান স্টেডিয়ামটিকে ভেঙে ফিফা মানদণ্ড অনুযায়ী পুনর্নির্মাণ করা হবে।
এর আগে গত ১ অক্টোবর কানজুরুহান স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে ১৭৪ জনের বেশি মানুষ নিহত হন। এরপর দেশটির সরকার স্টেডিয়ামটি ভেঙে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।