পটুয়াখালীতে মাহফিলে আসছেন ড. মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ১২:১১ অপরাহ্ন
পটুয়াখালীতে মাহফিলে আসছেন ড. মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীতে এক বিশাল ইসলামি মাহফিলে অংশ নেবেন। পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিতব্য এই মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  


পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান গণমাধ্যমকে জানান, ড. আজহারী এবার দেশে মাত্র আটটি প্রোগ্রামে অংশগ্রহণের কথা বলেছেন, যার একটি পটুয়াখালীতে। এটি তাদের জন্য গর্বের বিষয়।  


তিনি আরও বলেন, মাহফিলের জায়গা পরিদর্শন করতে ইতোমধ্যে শায়েখ মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত সহকারী প্রফেসর মোশাররফ হোসেন পটুয়াখালী এসেছেন। মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করতে আয়োজকরা আন্তরিকভাবে কাজ করছেন।  


ড. মিজানুর রহমান আজহারী ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ইসলামি প্রোগ্রামে তার জ্ঞানগর্ভ আলোচনা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। গত শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত মাহফিলে তিনি প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন। সেখানে বিপুলসংখ্যক মানুষ তার আলোচনা শুনতে জড়ো হয়েছিলেন।  


পটুয়াখালীতে তার আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। মাহফিলে তার আলোচনার বিষয়বস্তু নিয়ে আগ্রহী শ্রোতারা অধীর অপেক্ষায় রয়েছেন।  


পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আশা করছে, মাহফিলটি সফল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।  


উল্লেখ্য, ড. মিজানুর রহমান আজহারী ইসলামী মূল্যবোধ ও জীবনধারার প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছেন। তার বক্তব্য তরুণ প্রজন্মকে ইসলামের দিকে আকৃষ্ট করার পাশাপাশি নৈতিকতায় উদ্বুদ্ধ করছে।  


এ মাহফিলে অংশ নিতে ইচ্ছুকদের জন্য আয়োজকরা সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।