বড়লেখায় বাবার অমতে বিয়েতে কুড়ালের আঘাতে প্রাণ গেল ছেলের

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ২৫শে নভেম্বর ২০২৪ ০১:১৩ অপরাহ্ন
বড়লেখায় বাবার অমতে বিয়েতে কুড়ালের আঘাতে প্রাণ গেল ছেলের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে ঘটে এক হৃদয়বিদারক ঘটনা। ছেলের বিয়ে নিয়ে বাবার মতবিরোধে গড়িয়ে গেল সংঘর্ষে, এবং সেই সংঘর্ষের একপর্যায়ে ৬৫ বছর বয়সী মামুন মিয়া প্রাণ হারালেন। রোববার (২৪ নভেম্বর) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 


জানা গেছে, সুজানগর ইউনিয়নের এক মেয়ের সাথে নোমান হোসেন (৩০) নামে মামুন মিয়ার ছেলের বিয়ে চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় এতে অমত জানিয়েছিলেন বাবা মামুন মিয়া। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে, ক্ষিপ্ত হয়ে নোমান কুড়ালের আঘাত করেন তার বাবার গলার পাশে। এতে ঘটনাস্থলেই মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।


স্বজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এদিকে, ঘটনার পরপরই নোমান হোসেন পলিয়ে যান এবং পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম এ ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ছেলের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে।পরিবারের সদস্যদের মতে, দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে ছেলের মতবিরোধ চলছিল এবং গত রাতে সেই অমিল এক অপ্রত্যাশিত ট্র্যাজেডিতে পরিণত হয়।


স্থানীয়রা জানান, এই ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে, যেখানে পরিবারের এক সন্তান তার পিতাকে প্রাণ হারালো। নিহত মামুন মিয়ার পরিবারের সদস্যরা এখনো ধরতে পারছেন না কীভাবে এমন অমানবিক ঘটনা ঘটল। 


পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং নোমানকে গ্রেপ্তারের জন্য ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।