কাউখালীতে বিদ্যালয়ে স্ট্রোক করে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: বুধবার ২৬শে জুন ২০২৪ ০৮:২৬ অপরাহ্ন
কাউখালীতে বিদ্যালয়ে স্ট্রোক করে শিক্ষকের মৃত্যু

পিরোজপুরের  কাউখালীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে স্ট্রোক করে মারা গেছেন মো. আলতাফ হোসেন  (৫৬) নামে একজন সহকারী প্রধান  শিক্ষক। উপজেলার সয়না রঘুনাথপুর  ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক  বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষকদের বসার কক্ষে তিনি মৃত্যুবরণ করেন। 


বুধবার(২৬জুন) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 


ওই  বিদ্যালয়ের শিক্ষকরা  জানান, আলতাফ হোসেন  শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে অফিস কক্ষে বসেন।  এ সময় হঠাৎ  অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।