ক্ষুব্ধ ফরাসীরা মেসির জার্সি দিয়ে বানালো ‘পাপোশ’ !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ২১শে ডিসেম্বর ২০২২ ০৮:৩৬ অপরাহ্ন
ক্ষুব্ধ ফরাসীরা মেসির জার্সি দিয়ে বানালো ‘পাপোশ’ !

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে আর্জেন্টিনা। ফ্রান্সের সামনে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা হতে দেয়নি মেসির আর্জেন্টিনা। টান টান উত্তেজনাপূর্ণ রঙ পাল্টানো ম্যাচে টাইব্রেকারে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। 


ফ্রান্সের এমন হারে মেসির ওপর ক্ষোভ ঝাড়ছেন ফরাসিরা। ফ্রান্সের একটি পাব'-এ মেসির পিএসজির জার্সি দিয়ে পাপোশ বানানো হয়েছে। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ফুটি-হেডলাইনস’-এ প্রকাশিত এক ছবিতে দেখা যায়, মেসির একটি পিএসজির ৩০ নম্বর জার্সি পাবের দরজায় বিছানো। তারপাশেই এক বোর্ডে লেখা, ‘পা মুছতে ভুলবেন না।’ 


ছবিতে পিএসজির মেসির সাদা দেখে বোঝা যাচ্ছে অনেকে পা মুছেছেন সেখানে।  ২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি।