করোনা ভাইরাসে আক্রান্ত জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই ডিসেম্বর ২০২০ ০৯:০২ অপরাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত জামাল ভূঁইয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে কাতারের মাঠে ৫-০ গোলে হারের পর দেশে ফেরার আগে গত বৃহস্পতিবার জামালের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। শনিবার পজেটিভ রিপোর্ট আসে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে আরওজানানো হয়, জামালের তেমন কোনো উপসর্গ দেখা যায়নি এবং কাতারের দোহায় একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন তিনি। বাফুফে সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছে এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ রাখছে।

কাতার থেকে অন্য খেলোয়াড় ও স্টাফরা ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চেয়েছিলেন জামাল। কিন্তু এর মধ্যে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন জেমি ডে। দ্বিতীয় ম্যাচে ডাগআউটের বাইরে থাকা ইংলিশ কোচের কাতারে যাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছিল। যদিও ম্যাচের ঠিক আগমুহূর্তে সুস্থ হয়ে ওঠায় বিশ্বকাপ বাছাই ম্যাচে পাওয়া যায় তাকে।