প্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ১৬:৪২
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের একসময়কার তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো এবং বর্তমানে বিজেপির সাংসদ সানি দেওল। হিমাচল প্রদেশের স্বাস্থ্য সচিব এই খবর জানিয়েছেন। বুধবার নিজের টুইটার থেকে কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন সানি নিজেই।এর পাশাপাশি সাম্প্রতিককালে তার কাছাকাছি যারা এসেছিলেন, তাদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই তারকা সাংসদ।
সেখান থেকে তারা মুম্বাই ফেরার পরিকল্পনা করেন। ফেরার আগে করা করোনা টেস্টেই রিপোর্ট পজিটিভ এলো।কিছু দিন আগে মুম্বাইয়ের হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার করিয়েছেন ৬৪ বছরের এই সাংসদের। তারপর মানালিতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হলেন বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল।