প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১৭:২
একাধিক সসম্পর্ক ভেঙে আবার বিয়ে করতে চলেছেন ভারতের অন্যতম সেরা ড্যান্স কোরিওগ্রাফার ও পরিচালক প্রভুদেবা। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবার নাকি তিনি ভাইঝিকে বিয়ে করতে চলেছেন। শিগগিরই হবে সে বিয়ের অনুষ্ঠান।সম্প্রতি ছড়িয়ে পড়া এমন খবরে জোর শোরগোল শুরু হয়েছে গোটা বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। যদিও প্রভুদেবা কিংবা তার টিমের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সত্যিটা কী, তা জানা যাবে সময় হলেই।১৯৯৫ সালে দক্ষিণী অভিনেত্রী রামলতাকে প্রথম বিয়ে করেন প্রভুদেবা।
১৬ বছর সংসার করার পর ২০১১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শেষ পর্যন্ত প্রভুদেবাকে ছেড়ে চলে যান তার প্রথম পক্ষের স্ত্রী রামলতা।