করোনাকালে বন্ধ ছিল সব ধরনের সিনেমার কাজ। দীর্ঘদিন পর আবার এফডিসিতে শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিং। গতকাল থেকে এফডিসিতে দুটি সিনেমার শুটিং শুরু হয়েছে। এছাড়াও একটি সিনেমার ডাবিং চলছে। দুটি ফ্লোর প্রস্তুত হচ্ছে শুটিংয়ের জন্য। ফলে এফডিসি ফিরে পাচ্ছে তার পুরোনো চেহারা।
এফডিসির ৮ নাম্বার ফ্লোরে চলছে ‘আগস্ট ১৯৭৫’সিনেমার কাজ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ভয়াল সেই রাতের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন সেলিম খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজান প্রমুখ।
মান্না ডিজিটালে শুটিং হচ্ছে ‘প্রেমের অনেক জ্বালা’। মান্নান গাজী পরিচালিত এই সিনেমার কাজ শুরু করা হয়েছিল দেড় বছর আগে। এখন শেষ লটের কাজ করা হচ্ছে বলে জানালেন নির্মাতা।
মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মার্চের ২৬ তারিখ থেকে এফডিসি বন্ধ ছিল। চলচ্চিত্রের শুটিংসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। টানা দুই মাস সাধারণ ছুটি শেষে দাপ্তরিক কার্যক্রম ও শুটিংয়ের অনুমতি মিললেও গত দুই মাসে এফডিসিতে কোনো সিনেমার শুটিং হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।