প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ২:৪৪
তুই আমার’ শিরোনামে গান নিয়ে আসছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক তামিম ইসলাম। সুর ও সংগীত তার নিজের করা।তার সাথে দ্বৈত কন্ঠে ছিলেন ইয়াসমিন লাবণ্য। লিখেছেন চয়নিকা সাহা।
এ প্রসঙ্গে তামিম ইসলাম জানান, ‘গানটি রোমান্টিক ধারার। কথা সুর গায়কী সব মিলে গানটি চমৎকার হয়েছে। আশা করি শ্রোতারা দারুণ একটি গান উপভোগ করবেন।’