প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ৫:৪০
ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’ আয়োজনের ১৯ তম আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আর অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এই আয়োজনে ‘নোলক’ চলচ্চিত্র আটটি পুরস্কার ঘরে তুলে নিয়েছে। একক ছবির এতগুলো পুরস্কার লাভ এটাই প্রথম বলে জানিয়েছেন ছবিটির পরিচালক সাকিব সনেট।এদিকে পুরস্কারপ্রাপ্তির খুশিতে ছবির নায়িকা ববি বলেন, করোনায় আক্রান্তের কারণে দীর্ঘদিন ধরে আমি অসুস্থ। এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। নোলক আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি চলচ্চিত্র। ছবিটি একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, ভীষণ ভালো লাগছে।
যেসব ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নোলক