প্রকাশ: ১৪ জুন ২০২০, ২৩:১৪
বাহুবলী সিনেমার অভিনেত্রী রামায়া কৃষ্ণার গাড়ি থেকে ৯৬ বোতল বিয়ার ও ৮ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এরপর দুই বোন ও গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।জানা গেছে, রামায়া ও তার বোন বিনয়া কৃষ্ণা মামালাপুরাম থেকে চেন্নাই যাচ্ছিলেন। চেক পোস্টে গাড়ি তল্লাশি করে মদ পায় পুলিশ।
এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিলো।এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।