প্রায় কয়েক মাস ধরেই আড়ালে চলে গেছেন চিত্রনায়িকা বুবলি। না, শুটিং স্পট; না, সোশ্যাল মিডিয়া কোথাও নেই বুবলি। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বহু আগেই। বিভিন্নভাবে গণমাধ্যমকর্মীরা বুবলির খোঁজ পাওয়ার চেষ্টা করেও পাননি। এবার নিজেই আড়াল থেকে উঁকি দিলেন নায়িকা।
তবে সামনাসামনি বা কোনো অনুষ্ঠানে নয়। বুবলির খোঁজ মিললো ইনস্টাগ্রামে। সেখানে অনেকদিন পর নতুন ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশন বিহীন এই ছবিতে বুবলিকে কেমন লাগছে তা ভক্তরাই বলতে পারবেন। যদিও এর আগে টুকটাক পোস্ট দিয়েছেন কিন্তু সেসব ছবি নতুন ছিল না।