ভারতের পশ্চিমবাংলার জনপ্রিয় রিয়েলিটি শো "সা-রে-গা-মা-পা" দিয়ে আলোচনায় আসা বাংলাদেশের গায়ক 'নোবেল'। অনেক আলোচনা সমালোচনার পর নিজের প্রথম মৌলিক গান প্রকাশ করেছেন তিনি।
গতকাল ৭ই জুন, নোবেল তার ভেরিফাইড ইউটিউব চ্যানেল "নোবেল ম্যান" থেকে 'তামাশা' নামের গানটি প্রকাশ করেছেন। গানটিতে আজ ৮ই জুন বিকাল ৫টা ৩০মি. পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ১০ লাখ বার, কমেন্ট হয়েছে ৪৯ হাজার। সেইসাথে ডিজলাইকের ঝড় বয়ে গেছে গানটিতে, যেখানে লাইক ২৮ হাজার আর ডিজলাইক ২ লাখ ৪৭ হাজার, যা লাইকের থেকে ৮ গুণের বেশি।
নোবেল অবশ্য গতকাল রাতে তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন "তামাশা কেমন লাগছে সবার? দেখো ভাই, সত্যি কথা বলবা! আমার ওপর রাগ থাকতে পারে, বাট গানের সাথে তো রাগ নাই! জানি আমি ইমাম সাহেব না, রকস্টার আমি।"