
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫১

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত থেকে ভোরের মধ্যে দুর্বৃত্তরা এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫)কে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মরদেহ উদ্ধার করেছে। নিহত আনোয়ার উল্লাহ শেরে বাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রোকন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বও পালন করতেন।
