
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ১:২২

কলকাতার রানা ঘাট রেল স্টেশন থেকে রাণু মণ্ডল এখন সেলিব্রেটি। বলিউট তারকা হিমেশের সঙ্গে ডুয়েট করে পেয়েছেন খ্যাতি। হিমেশও রাণু মণ্ডলকে প্রাধান্য দিয়ে থাকে।
কিন্তু গত বৃহস্পতিবার রাণুর টানে কলকাতায় এসেছিলেন হিমেশ রেশমিয়া। নতুন বছরে তা নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই ছবির একটি গানেই ডুয়েট করেছেন রাণু। কিন্তু সেই সংবাদ সম্মেলনে হিমেশের পাশে পাওয়া যায়নি রাণুকে। হিমেশের সংবাদ সম্মেলনে রাণু উপস্থিতই হননি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব