
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ৪:৩৯

আরমান আলিফের জনপ্রিয় অপরাধী গানের কিছু অংশ পরিবর্তন করে গাইবার পর সোশ্যাল মিডিয়ায় অনেক সাড়া ফেলেছেন টুম্পা খান। তার পর আর পেছনে ফিরে থাকাতে হয়নি। এর পর বেশ কয়েকটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় এই গায়িকা। তার প্রতিটি গানের মাধ্যমে মানুষের বাস্তব জীবনের আবেগ গুলো তুলে ধরার চেষ্টা করে।
তারই ধারাবাহিকতায় দর্শকদের জন্য টুম্পা নিয়ে আসছেন নতুন একটি গান। গানটির বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি তিনি। তবে গানটির মিউজিক ভিডিও”তে মডেল হচ্ছেন নওগাঁর ছেলে ইমরান নাজির। গতকাল (শুক্রবার) বিকেলে তাদের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়।
এ বিষয়ে ইমরান নাজির বলেন, টুম্পা আপুর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আমাকে নিবেন এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। টুম্পা আপুর গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আশা করছি দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহন করবেন। তিনি আরো বলেন, আমি চেষ্ট করবো মিউজিক ভিডিওটিতে আমার সবটুকু উঝার করে দিয়ে অভিনয় করার। সেই সাথে সকলের সহযোগিতা সব সময় কামনা করছি। আপ্রাণ চেষ্টা থাকবে সবাইকে ভালো কিছু উপহার দেয়ার।
উল্লেখ্য, ইমরান নাজির রাজশাহী কলেজে ভুগোল ও পরিবেশ বিভাগে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত। ছোট বেলা থেকেই অভিনয় এবং মডলের সাথে যুক্ত। কাজ করেছেন বিভন্ন মঞ্চ নাটকেও। পড়াশোনার পাশা-পাশি মিডিয়া জগতে নিজেকে প্রতিষ্ঠা করার ধারা অব্যহত রেখেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব