প্রকাশ: ২৫ জুন ২০১৯, ৪:৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ও আলোচিত গায়ক ড. মাহফুজুর রহমান। দ্বি-দেশীয় এ অনুষ্ঠান মঙ্গলবার (২৫ জুন) বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে। আলোচিত সংগীত শিল্পী ড. মাহফুজুর রহমানের নাম শুনলেই আগ্রহী হয়ে পড়েন দর্শকেরা। এবার ড. মাহফুজুর রহমান এবার অংশ নিচ্ছেন ঢাবির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে উপস্থিত থাকার কথা রয়েছে তার। অনুষ্ঠানটি বিনা খরচে সবার জন্য উন্মুক্ত।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব