
প্রকাশ: ১৩ জুন ২০১৯, ১:৩৭

অভিনেতা অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দ্বীপ আজ বৃহস্পতিবার (১৩ জুন) ভোর ৩ টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। সকাল আটটার দিকে আদাবর থানার কর্মরত পুলিশ মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ডিউটি অফিসার রোমান বলেন, আজ ভোর বেলা তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন। সকালে তার বাসায় গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সে সময় বাসায় দ্বীপের স্ত্রী খালেদা আক্তার (২৮) ও তার শ্বশুর-শাশুড়ী ছিলেন। নিহত দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ডিউটি অফিসার রোমান আরও বলেন, সে যেহুত গান করে প্রতিদিনের মত আজও সে মিউজিক রুমে ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব