
প্রকাশ: ২ জুন ২০১৯, ১৬:৫৮

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও ইয়ামিন হক ববি জুটির নতুন ছবি 'নোলক'। ছবিটি মুক্তি উপলক্ষে 'কলিকালের রাধা' শিরোনামের নতুন একটি গান সম্প্রতি ববির নিজস্ব ববস্টার ফিল্মস নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং সবার প্রশংসা কুঁড়াতে থাকে গানটি। গানটি দেখার পর এক দর্শক মন্তব্য করেছেন, ভালো ছিলো, ববি আপু আশা করি এবার ঈদে নোলক কাঁপাবেন। সজিব রহমান লিখেছেন, কী চমৎকার গান, লোকেশন, চিত্রায়ন।

ইয়াসিন আক্তার শেখা নামের একজন লিখেছেন, অসাধারণ একটা গান। শুভকামনা রইল,ববি আপুর জন্য ... শামীম আহমেদ লিখেছেন, যেমন গান তেমন লোকেশন চমৎকার। আশা করি 'নোলক' মুভিটা খুব ভাল। আসন্ন ঈদ-উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'নোলক'।


নোলক ছবির প্রযোজক ও পরিচালক সাকিব ইরতেজা চৌধুরী। নোলক প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেইনমেন্ট। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। এছাড়া তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্ত, রেবেকা রউফ, সুপ্রিয় দত্ত, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। নোলক ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।
ইনিউজ ৭১/এম.আর