ঈদে শুধু গান নয়, নাচও দেখাবেন ড. মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার ২০শে মে ২০১৯ ০৭:৪২ অপরাহ্ন
ঈদে শুধু গান নয়, নাচও দেখাবেন ড. মাহফুজুর রহমান

গান গেয়ে আগে থেকেই আলোচিত এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে প্রথম হাজির হন তিনি। তারপর থেকেই নিয়মিত গান করছেন। একক সংগীতানুষ্ঠানেও গেয়েছেন তিনি। সেই অনুষ্ঠান প্রচারের পর থেকেই রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে যান তিনি।

ভক্তরা আগেই জেনেছেন, এবারও গান নিয়ে আসছেন ড. মাহফুজুর রহমান। আগামী ঈদে প্রচারিত হবে তার একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচার করবে তার মালিকাধীন চ্যানেল এটিএন বাংলা। নতুন খবর হলো, গান ছাড়াও নাচের একটি অনুষ্ঠান করছেন তিনি। এই অনুষ্ঠানটিও তার মালিকাধীন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের কোরবানি ঈদের ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান প্রচারিত হয়। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে ‘প্রিয়ারে’ এবং কোরবানি ঈদে প্রচার হয়েছে তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয়েছে ‘মনে পড়ে তোমায়’ এবং কোরবানি ঈদে ‘বলোনা তুমি কার’।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব