বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠান মাতিয়ে আসছেন। এই অনুষ্ঠানে গাওয়া নোবেলের বেশ কিছু গান ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে। এবার আবারও ‘সারেগামাপা’র বিচারক ও দর্শকদের মাতালেন নোবেল। গাইলেন কলকাতার জনপ্রিয় ‘বাইশে শ্রাবণ’ ছবির ‘এই শ্রাবণ’ গানটি। গানটি গাওয়ার পর বিচারক মোনালি ঠাকুর ও শ্রীকান্ত আচার্য ইতিবাচক মন্তব্য করলেও বিচারক শান্তনু মৈত্রকে দেখা যায় গানটির চুলচেরা বিশ্লেষণ করতে।
এদিকে গানটি গেয়ে নোবেল বিচারকদের কাছ থেকে ৩০ নম্বরের মধ্যে ২৯ নম্বর পেয়েছেন। এক নম্বর কম দিয়েছেন শান্তনু মৈত্র। এদিকে গানের এই বিচারকের মতে, গানটি গাইতে নোবেলের দুয়েক জায়গায় একটু সমস্যা হয়েছিল। আর তা ঠিক থাকলে আজকেও নোবেল গোল্ডেন গিটার পেতেন।
এর আগে জেমসের কালজয়ী ‘বাবা’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন নোবেল। তার গাওয়া জেমসের এই গানটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমত হৈচৈ তোলে। তাছাড়া নোবেলের কণ্ঠে প্রশংসিত হয় অনুপম রায়ের ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র ‘আলোকবর্ষ দূরে’, নচিকেতার ‘বৃদ্ধাশ্রম’ সহ বেশ কিছু জনপ্রিয় গান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।