অভিনেতা আইসাক ক্যাপি (৪২) নিহত হয়েছেন। ‘টার্মিনেটর : স্যালভেশন’ ও ‘থর’খ্যাত এই তারকার মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার একটি ব্রিজ থেকে পড়ে। ঘটনাটি ঘটে গত ১৩ মে। অ্যারিজোনার পাবলিক সেফটি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ব্রিজ থেকে পড়ে যাওয়ার আগে ক্যাপি একটি গাড়ি দ্বারা আঘাত প্রাপ্ত হন। তবে পুলিশ সন্দেহ করছে, ক্যাপি নিজেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন। এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ক্যাপি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভীতিকর চিঠি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লেখেন- ‘মানুষের হারানোর কিছু নেই’।
পড়ে যাওয়ার সময় বেশ কয়েকজন পথচারী ক্যাপিকে ধরার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হন। প্রসঙ্গত, গত বছর মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসনকে মারধর করার পর শিরোনামে আসেন ক্যাপি। তখন তিনি সমালোচনার মুখে পড়েন।
মার্ভেল স্টুডিওর বিখ্যাত সিনেমা ‘থর’র (২০১১) ছোট একটি চরিত্রে আইসাক ক্যাপি অভিনয় করেছিলেন। এছাড়া ‘টার্মিনেটর: স্যালভেশন’ (২০০৯) সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসিত হন। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ফ্যানবয়স` (২০০৯)। তিনি ১৯৭৭ সালের ১৭ ফেব্রুয়ারি নিউ মেক্সিকোর আলবকর্কি শহরে জন্মগ্রহণ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।