
প্রকাশ: ১৩ মে ২০১৯, ১৬:১৭

'মা' ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি! সৃষ্টির শুরু থেকে মধুর এই শব্দটা শুধু মমতা নয়, প্রতিটি সন্তানের জীবনে শ্রেষ্ঠ অনুপ্রেরণা হিসেবে কাজ করেন তাদের মা।এই মা কখনো সন্তানের জীবনে হাজির হয়েছেন আবেগের আশ্রয়, আবার কখনো ও সাফল্যের চাবিকাঠি হয়ে।জীবনের প্রতিটি সাফল্যে পিছনে মায়ের অবদান সীমাহীন। বিশ্বের ইতিহাসে যারা মহামানব-মনিষী হিসেবে স্থান পেয়েছেন, তারা কখনোই নিজের মায়ের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাতে দ্বিধা করেননি।
মেহের আফরোজ শাওন
অপু বিশ্বাস
আজমেরী হক বাঁধন
রুমানা মোর্শেদ কনকচাঁপা
আজ এই মা দিবসে সেই মাকে সালাম জিনি রোগশোকে জঠরেই বাচ্চা হারিয়েছেন।

ফারজানা বিথী
নওশীন নাহরিন মৌ
অর্চিতা স্পর্শিয়া
আশনা হাবিব ভাবনা
ইনিউজ ৭১/এম.আর