আসছে ঈদে মুক্তি পাবে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ‘ভারত’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটির প্রচারণা চলছে অনেক দিন থেকেই এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। টিজারের পরে এবার আসলো নতুন গান ‘চাশনি’। এই গানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকেই বলছেন চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক গান হবে ‘চাশনি’। টুইটারে গানটির ভিডিও শেয়ার দিয়েছেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘ইশক-দি-চাশনি, প্রকাশিত হলো চাশনি গান।’
সালমান-ক্যাটরিনার ভালোবাসার গল্প সবার জানা। এক ভক্ত গানটিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দেখে উচ্ছ্বসিত হয়ে গানটি রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি সালমান, দুজনকে দেখতে দারুণ লাগছে। প্লিজ, ক্যাটরিনাকে বিয়ে করো।’ রিটুইট করা ওই ব্যক্তির নাম সুষমা সাহু। গানটি গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব। শ্রুতিমধুর ‘চাশনি’। চার্টবাস্টার ‘স্লো মোশন’-এরপর সুরকার বিশাল-শেখর সংগীতপ্রেমীদের উপহার দিলেন ‘চাশনি’। গানটি লিখেছেন ইশরাদ কামিল।
চলতি বছরের ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলির সঙ্গে কাজ করলেন সালমান। এ ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ। ৫ জুন মুক্তি পাবে ছবিটি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।