সেরা উপস্থাপনা পুরস্কার পেলেন কামরুন নাহার অভি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১লা মে ২০১৯ ০২:২৬ অপরাহ্ন
সেরা উপস্থাপনা পুরস্কার পেলেন কামরুন নাহার অভি

বিভিন্ন সেক্টরে 'নতুন ধারা অ্যাওয়ার্ড'-২০১৯ অনুৃষ্ঠিত হয়ে গেল।এ উপলক্ষে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশীয় আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা, অভিনয়, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন, সাংবাদ পাঠ, উপস্থাপনাসহ সমাজের বিভিন্ন অঙ্গনে বিশিষ্ট গুণীজনদের মাঝে 'নতুন ধারা অ্যাওয়ার্ড'-২০১৯ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের দেশবরেণ্য ব্যাক্তিবর্গ ও জনপ্রিয় তারকারা উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ ও মনোভজ্ঞ পরিবেশনায় অংশ গ্রহণ করেন। অনুৃষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মোঃ আব্দুল হাই (এমপি)। বিশেষ অতিথি মাননীয় সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজ্জাফর হোসেন (এমপি)। আর দেশবরেণ্য ব্যাক্তিবর্গ ও জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন।

সেরা উপস্থাপিকার পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে কামরুন নাহার অভি বলেন,'নতুন ধারা অ্যাওয়ার্ড'-২০১৯ থেকে সেরা উপস্থাপনা অ্যাওয়ার্ড পেয়েছি। আসলে পুরস্কার তো আনন্দের এবং যারা আমাকে যোগ্য মনে করেছেন এই পুরস্কারে জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তাদের এই পুরস্কার অনেক উৎসাহ দেয় আমার কাজের ক্ষেত্রে। ভবিষ্যতে ভালো কাজ করতে পারি সেই জন্য দোয়া কামনা করছি সবার কাছে। ছোটবেলা থেকে অনেক পুরস্কার পেয়েছি। সম্প্রতি সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ডে সেরা সংবাদ পাঠিকার সম্মান পেয়েছি। অ্যাওয়ার্ড পেতে বরাবরই ভালো লাগে। এই সম্মান আমার কাজের প্রতি আরো দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আগামীতে আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করবো। ধন্যবাদ জানাই 'ঢাকা নিউজ ওন ফেস এ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে।

ইনিউজ ৭১/এম.আর