
প্রকাশ: ৮ এপ্রিল ২০১৯, ১৯:১৪

বলিউড তারকাদের প্রেম নিয়ে লুকোচুরিল গল্প অনেক আগে। অন্যান্য তারকাদের মতো নিজের প্রেমিকাকে অনেক দিন লুকিয়ে রেখেছিলেন বাদলাপুর খ্যাত তারকা বরুণ ধাওয়ান। অনেক পরে প্রকাশ্যে এনেছেন প্রেমিকা নাতাশা দালালকে। এবার প্রেমিকাকে নিয়ে বড় ঝুঁকির মধ্যে পড়েছেন এই নায়ক। কারণ হলো সম্প্রতি বরুণের এক ভক্ত নাতাশাকে মৃত্যুর হুমকী দিয়েছেন। বসে নেই বরুণও সেই নারী ভক্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন এরই মধ্যে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘একজন নারী ভক্ত অনেকক্ষণ বরুণের বাড়ির আশেপাশে ঘুরছিলেন। ওই নারী ভক্ত কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। নিরাপত্তারক্ষী বরুণের সঙ্গে তাকে দেখা করতে দিচ্ছিল না, তখন সেই ভক্ত নিজেকে আহত করার হুমকী দেন। যাওয়ার সময় সেই ভক্ত বলছিলেন, ‘আমি নাতাশাকে হত্যা করব।’
ইনিউজ ৭১/এম.আর
