অসৎ উদ্দেশ্যে ভারতের টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক একতা কাপুরকে অনুসরণ করার অভিযোগে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। ওই যুবকের নাম সুধীর রাজেন্দ্র সিং। তিনি একটি ক্যাব পরিষেবা সংস্থায় কর্মরত বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রায় ৩০ বার একতাকে অনুসরণ করেছেন অভিযুক্ত সুধীর রাজেন্দ্র সিং। এমনকি জুহুর মন্দির থেকে একতার জিম পর্যন্তও পিছু নেন তিনি।
সুধীরকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, একতার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তার প্রতিষ্ঠানে চাকরি নেয়ার ধান্দা ছিল তার। আর এ কারণেই পিছু নিয়েছিলেন ওই যুবক। একতা কাপুরের সংস্থার তরফে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, একতা বহুদিন ধরে ওই ব্যক্তিকে এড়িয়ে চলছিলেন। কিন্তু তিনি কিছুতেই ক্ষান্ত হননি। অবশেষে পুলিশের কাছে অভিযোগ করা হয়। টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে ওই ব্যক্তিকে বেশ কিছুদিন ধরে খুঁজে আটক করা হয়। পুলিশ তাকে জেরা করে জানতে চায়, এর পিছনে আরও কোনো কারণ রয়েছে কি না।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।