প্রকাশ: ৬ মার্চ ২০১৯, ২১:১৮
একটা সময়ে সিনেমার প্রচারের অন্যতম অনুসঙ্গ ছিল মাইকিং। মাইকিং করে জানান দেয়া হতো কোন ছবি কবে থেকে কোথায় কোথায় দেখতে পাবেন দর্শক। তবে সময়ের পরিক্রমায় ছবির প্রচারণায় মাইকিং আর খুব একটা দেখা যায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের এই যুগে আবারও সেই মাইকিং মাধ্যমে ফিরে গেলেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং গায়ক-নায়ক তাহসান। ‘যদি একদিন’ ছবির প্রচারে অভিনবত্ব আনতে মাইকিং করলেন তারা।
মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রিক্সায় মাইক নিয়ে রাজধানীতে প্রচারণায় নামের তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সহ বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় তাহসানের কণ্ঠে শোনা যায় ছবির প্রচারের সেই পরিচিত ঢং, ‘হা ভাই, হা ভাই, আসছে ৮ মার্চ আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যদি একদিন।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব