সোমালিয়ার গোলিস পার্বত্য এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ পরিকল্পনাকারীসহ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। হামলাটি আইএসের গোপন ঘাঁটিতে চালানো হয়, যেখানে সন্ত্রাসীরা আত্মগোপনে ছিল।
ট্রাম্প এক পোস্টে জানান, হামলার ফলে আইএস সন্ত্রাসীরা তাদের লুকিয়ে থাকার স্থান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য সম্ভাব্য হুমকি দূর হয়েছে। এই অভিযান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হামলায় নিহত ব্যক্তিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী ছিল এবং এর মাধ্যমে বড় ধরনের হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। মার্কিন বাহিনী নিয়মিতভাবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আইএস ও আল–শাবাবের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
গত এক দশকে মধ্যপ্রাচ্যে শক্তি বিস্তারের পর আইএস এখন আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। সোমালিয়ায় ২০১৫ সালে আইএসের একটি শাখা গঠিত হয়, যেখানে আল–কায়েদার সঙ্গে যুক্ত আল–শাবাব গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু সদস্য যোগ দেয়।
বর্তমানে সোমালিয়ায় আল–শাবাব সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী হিসেবে সক্রিয়। তবে আইএসও তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন, আইএসের উপস্থিতি আফ্রিকায় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
আইএসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সোমালিয়ার সেনাবাহিনী ও আন্তর্জাতিক মিত্ররা অংশ নিচ্ছে। বিশেষ করে মার্কিন ড্রোন হামলা ও বিশেষ বাহিনীর অভিযান আইএস ও আল–শাবাবের কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাম্প্রতিক হামলাটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে, যেখানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, এই হামলা সোমালিয়ায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।
বিশ্লেষকদের মতে, আফ্রিকায় আইএসের শক্তি কম থাকলেও তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে। সোমালিয়ায় তাদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে হলে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করা জরুরি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।