শীতার্তদের পাশে কুমিল্লার চার-ছয় গ্রুপের উষ্ণতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
শীতার্তদের পাশে কুমিল্লার চার-ছয় গ্রুপের উষ্ণতার উদ্যোগ

তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০৪ এবং এইচএসসি ২০০৬ কুমিল্লা গ্রুপ, যা চার-ছয় কুমিল্লা নামে পরিচিত। ফুটপাতে বসবাসরত ও খোলা আকাশের নিচে রাত কাটানো শীতার্ত মানুষদের মাঝে তারা বিতরণ করেছে ৫০০ কম্বল। “উষ্ণতার ছোঁয়া” নামক তাদের এই উদ্যোগ শুরু হয় ১৭ জানুয়ারি এবং চলেছে টানা পাঁচ দিন ধরে।  


কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গ্রুপের প্যানেল মেম্বাররা। এই উদ্যোগে অংশগ্রহণ করেন সাইফুল, অপু, বিল্লাল, নজরুল, হিরনসহ অনেকেই। তারা জানান, শীতবস্ত্রবিহীন মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।  


গ্রুপের প্যানেল মেম্বার অপু বলেন, “আমাদের চার-ছয় কুমিল্লা গ্রুপ সবসময় মানুষের সেবায় কাজ করার চেষ্টা করে। শীতার্তদের জন্য এই উদ্যোগ আমাদের একটি মানবিক প্রচেষ্টা। আমরা চাই তাদের জীবনে কিছুটা হলেও উষ্ণতার ছোঁয়া দিতে। ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজে এগিয়ে আসব।”  


তাদের এই কর্মসূচি শুধু কুমিল্লা সদরেই নয়, লাকসাম, চৌদ্দগ্রাম, বরুড়া, মনোহরগঞ্জ, চান্দিনা, হোমনা ও তিতাসসহ জেলার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ে। বাজার, রেলস্টেশন, বসতবাড়ি, ফুটপাতের পাশে থাকা হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।  


গ্রুপের সহপাঠী মো. আবু তাহের বলেন, “চার-ছয় কুমিল্লা একটি সামাজিক প্ল্যাটফর্ম। এটি শুধু বন্ধুদের মিলনমেলা নয়, বরং মানবিক কার্যক্রমের একটি কেন্দ্র। বন্যা ও দুর্যোগকালীন সময়েও আমরা মানুষের পাশে থেকেছি। আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এমন কাজ করি।”  


ফুটপাতে বসবাসরত মানুষদের জন্য এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শীতের তীব্রতায় যেখানে অনেকের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, সেখানে তাদের মুখে হাসি ফোটানোর এমন প্রচেষ্টা সমাজের জন্য উদাহরণ হতে পারে।  


এই উদ্যোগের ফলে সুবিধাবঞ্চিত মানুষেরা শীত থেকে কিছুটা মুক্তি পেয়েছে। রাতের আঁধারে গ্রুপের সদস্যদের এমন মানবিক কার্যক্রম দেখে অনেকে তাদের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।  


চার-ছয় কুমিল্লা গ্রুপের মতো অন্যান্য সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড পরিচালিত হলে সমাজ আরও সহমর্মিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।