অন্তর্বাসের ছিটেফোঁটা নেই উরফি’র শরীরে। ধবধবে দেহটা শুধু এগিয়ে যাচ্ছে ক্যামেরার সঙ্গে সঙ্গে। পেটের থেকে একটা নীল সুতোর বন্ধন কষ্টকরে লজ্জা ঢাকছে। এদিকে উরফি ন”গ্নতার চরম সীমা ছাড়িয়ে গটগট করে হেঁটে যাচ্ছেন। ওর দুই উরু মসৃণ, চকচকে, মেদের ছিটেফোঁটা পর্যন্ত নেই।
উরফি এগোচ্ছেন আর নেট জনতার চোখ আটকেছে তার দুই উরুতে। এই বুঝি ভয়ঙ্কর কিছু দেখা যেতে পারে, কিন্তু নাহ্। কিছুই দেখা যাচ্ছে না। সম্ভবত আঠা দিয়েই নীল ড্রেসটিকে পশ্চাৎ অংশে আটকেছেন যাতে কোনোভাবেই গো”প”না”ঙ্গ দেখা না যায়।
সত্যি, একই বলে সাহস। প্যান্ট ছাড়া হেঁটে যাওয়া সহজ নয়। যদি ড্রেসটি কোনোভাবে খুলে যায় তাহলেই গল্প। অবশ্য কিছু মানুষ আছেন যারা নগ্নতাকে উপভোগ করেন। তাদের কাছে পোশাক হল বিড়ম্বনা। অথচ পোশাক নিয়েই তাদের চলে নানান গবেষণা।
কিছুদিন আগেই সম্পূর্ন উলঙ্গো হয়ে চর্চার শিরোনামে এসেছিলেন রণবীর সিং। এবারে হয়তো আসতে পারেন উরফি। কারণ যত দিন এগোচ্ছে সে ততই বেপরোয়া ও সাহসী হয়ে উঠছে। ত্র ফ্যাশন হলিউডি স্টেলকেও হার মানাতে বাধ্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।