টালিউড অভিনেত্রী শ্রীলেখার মতোই ঠোঁটকাটা স্বভাবের স্বস্তিকা মুখার্জিও। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। এখন অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এরপরেই ফের আলোচনায় আসলেন তিনি। হলে খবরের শিরোনাম। সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি তো বরাবরই সোজা কথা বলি এবং ভালোবাসি। কিন্তু সেটা নিয়েই জন্ম হয় যত তর্ক-বিতর্কের। আমি যা করি তাই নিয়েই যেনো নেটদুনিয়ায় আলোচনা সভা বসে। মানুষ সাজগোজ করলেও কটাক্ষ করেন, আবার মেকআপ ছাড়া ছবি শেয়ার করলেও ওঠে বিদ্রুপের ঢেউ।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের কটুক্তিগুলো নাকি নারীদের থেকেই বেশি শুনতে হয় তাকে। নারীরাই নাকি সবচেয়ে বেশি নোংরা মন্তব্য করেন।
তবে এসব সমালোচনায় কান দেন না স্বস্তিকা। তার কথায়, নিজের শরীরের দাগ, স্ট্রেচমার্কস নিয়ে তার নিজের কোনো আপত্তি নেই। তাহলে অন্যদের এত মাথাব্যথার কারণ কী? তাই এসব নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখেন স্বস্তিকা। নিজেকে ভালো রাখার জন্য যা যা করার সবই তিনি করেন।
প্রসঙ্গত, এদিকে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার বিভিন্ন নায়ক-নায়িকা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। সেসব সংবাদ গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমার বেশির ভাগই নির্মাণ হয়নি। অনেকেই নিজেদের আলোচনায় রাখতে পশ্চিমবঙ্গের শিল্পীদের নিয়ে কাজের ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় দর্শকরাও এধরনের খবরে বিরক্ত। ফলে সিনেমা মুক্তি না দেয়া পর্যন্ত কেউই তা বিশ্বাস করতে চাইছেন না।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।