রক্ষণশীলতা ভেঙে সিনেমা পরিচালনায় সৌদি নারী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে মে ২০২২ ০৫:৫৬ অপরাহ্ন
রক্ষণশীলতা ভেঙে সিনেমা পরিচালনায় সৌদি নারী

রক্ষণশীলতার শিকল ভেঙে ক্রমেই উদার হচ্ছে সৌদি আরব। পাঁচ দশক পর দেশটিতে খুলে দেয়া হয়েছে সিনেমা হলের দরজা। শুধু তাই নয়, এবারের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিজস্ব প্যাভিলিয়নও নিয়েছে সৌদি আরব।


এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন সৌদি আরবের নির্মাতা, অভিনেত্রী ও সমাজকর্মী ফাতিমা আল-বানাবি। সিনেমাটির নাম ‘বাসমা’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।


জানা গেছে ‘বাসমা’ সিনেমায় সৌদির সাধারণ মানুষের মানসিক অসুস্থতার বিষয়বস্তুকে তুলে ধরবেন ফাতিমা। সিনেমাটির গল্পও লিখেছেন তিনি। অক্টোবরে জেদ্দায় ‘বাসামা’র দৃশ্যধারণের কাজ শুরু হবে। সিনেমায় ২৬ বছর বয়সী এক তরুণীর চরিত্রে ফাতিমা আল-বানাবি নিজেও অভিনয় করবেন।


প্রসঙ্গত, ফাতিমা মনোবিদ্যার ওপর ডিগ্রি অর্জন করেছেন। ধর্মতত্ত্বের ওপর  হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করেছেন। ভ্যারাইটি জানিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করেন ফাতিমা। মানবিক সম্পর্কও তাকে আকর্ষণ করে।


ফাতিমা বলেন, আমার পরিবারের সদস্যরা হয় ধর্মতত্ত্ববিদ, নয়তো মনোবিদ। তাই এ অভিজ্ঞতার কারণে নির্মাণাধীন সিনেমার বিষয়ে আমার গভীর পর্যবেক্ষণ রয়েছে।