পুত্রসন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ২রা জুন ২০২১ ০৫:১০ অপরাহ্ন
পুত্রসন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল

কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল গত ২২ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন। ১১ দিন পরে সদ্যোজাতর নাম ও ছবি প্রকাশ করলেন নেটমাধ্যমে। অনুরাগীদের সামনে নিয়ে এলেন তার সদ্য বর্ধিত পরিবারকে।


ছেলের নাম রাখলেন দেবযান মুখোপাধ্যায়। খুদের নাম প্রকাশ করে শ্রেয়া লিখলেন, ‘আমাদের জীবন বদলে দিয়েছে সে। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের জন্য কৃতজ্ঞ।’ তিনি জানালেন, মা ও বাবা হওয়ার অনুভূতি যে কী, তা শুধু তারাই জানে।


ছবিতে দেখা যাচ্ছে, শ্রেয়ার কোলে সদ্যোজাত। পাশে দাঁড়িয়ে তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। পুত্রের মুখ প্রকাশ করেননি যদিও। কিন্তু দেবযানের হাত পা নাড়ানোর ভঙ্গি, মাথাভর্তি চুল, সবই দৃশ্যমান।


গত ৪ মার্চ টুইটারে শ্রেয়া জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ২২ মে পুত্রসন্তানের জন্ম দিয়ে নেটমাধ্যমে গায়িকা লিখেছিলেন, ‘ঈশ্বরের কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। আপ্লুত আমাদের পরিবারও’। সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।