https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন: শাকিব খান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২১, ১৫:৩২

শেয়ার করুনঃ
সৎ সংবাদকর্মী কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন: শাকিব খান

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাশে দাঁড়ালেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। উদ্বেগ প্রকাশ করে এই সাংবাদিকের শতভাগ ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তিনি।

বুধবার (১৯ মে) ‘নবাব’খ্যাত তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোজিনাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার একটি ছবিও পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শাকিব খান লেখেন, ‘দু’দিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে! একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। ’

তিনি আরও লেখেন, ‘দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়। ’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রোজিনা ইসলামের ন্যায়বিচার কামনা করেন সবশেষে এই চিত্রনায়ক লেখেন, ‘সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি। ’

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার (২০ মে) শুনানির দিন ধার্য করেছেন।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১ 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পরকীয়া ও অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি পরকীয়ার জন্য পাথর নিক্ষেপে শাস্তির মতো কঠোর আইন প্রণয়নেরও দাবি তুলে ধরেন।   ‘র‌্যাপিড ফায়ার’ নামের একটি সেশনে সঞ্চালকের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, "আমি যদি সুপার পাওয়ার পেতাম, তাহলে পরকীয়া বন্ধ করতাম। এমন আইন করতাম যেখানে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে পরকীয়াকারীদের

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।  দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না।  বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।  ইসলামের বিভিন্ন দিক, বিষয়

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায় সদা হাস্যোজ্জ্বল এই তরুণ এখন ভালো নেই। আজ ভোর রাতে আশুলিয়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি! অভিনেতার বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা ২ টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা