কবরীকে দাফন করা হবে বনানী কবরস্থানে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৫:৫৬ পূর্বাহ্ন
কবরীকে দাফন করা হবে বনানী কবরস্থানে

রাজধানী ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আধাঘণ্টার জন্য অভিনেত্রীর মরদেহ তাঁর গুলশান বাসভবনে নেওয়া হবে।


বনানী কবরস্থানের সামনে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদানের পর বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা এই অভিনেত্রীর জানাজা হবে। আজ সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অভিনেত্রীর ছেলে শাকের চিশতী।শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনায় আক্রান্ত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী শেষ নিশ্বাস ত্যাগ করেন।


গত ৫ এপ্রিল সারাহ বেগম কবরীর করোনার নমুনার পজিটিভ রিপোর্ট এলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৪টায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।


সারাহ বেগম কবরী ষাট ও সত্তরের দশকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু। রাজনৈতিক ক্যারিয়ারে কবরী ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সবশেষ কবরী সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ সিনেমা পরিচালনা করেছেন।


 #ইনিউজ৭১/জিহাদ/২০২১