https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

১৮ কোটি টাকায় বাড়ি ক্রয় সানি লিওনের!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ২০:৭

শেয়ার করুনঃ
১৮ কোটি টাকায় বাড়ি ক্রয় সানি লিওনের!

সানি লিওন বলিউডে নিজের এক অন্য পরিচয় গড়ে তুলেছেন। পর্ন তারকা হলেও ধীরে ধীরে বলিউডে অভিনেত্রী হিসেবে ঠিকই নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয় থাকেন এই বলিউড তারকা। ইন্টারনেটের দুনিয়ায় নিয়মিত বিরতিতে তাঁর ছবি হয় ভাইরাল। তবে এই মুহূর্তে সানি আলোচনায় এসেছেন কোনো সিনেমার নায়িকা হয়ে নয়। সম্প্রতি মুম্বাইয়ে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি।

সানি লিওন মার্চের শেষে মুম্বাইয়ে এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। পাঁচটি শোবার ঘর, একটি হলরুম, বিশাল রান্নাঘর নিয়ে এক নতুন ঠিকানায় সংসার পাততে চলেছেন তিনি। এই বলিউড নায়িকার নতুন ফ্ল্যাটের দামও ফাঁস হয়েছে। ১৬ কোটি রুপি বা ১৮ কোটি ১০ লাখ টাকা দিয়ে তিনি এই ফ্ল্যাট কিনেছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সানি এই নতুন সম্পত্তি নিজের আসল নাম, অর্থাৎ করণজিৎ কউর নামে কিনেছেন। তার এই নতুন বাসা মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আটলান্টিস নামের বিল্ডিংয়ের ১২ তলায়। ফ্ল্যাটটির আকার ৩ হাজার ৯৬৭ বর্গমিটার। জানা গেছে, সানি গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি স্থান পেয়েছেন।

সানি পর্ন তারকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। খুব অল্প বয়সেই পর্ন তারকা হিসেবে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর আইটেম গার্ল হিসেবে বলিউডে জনপ্রিয়তা পান। তবে তিনি এখন অভিনেত্রী হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সানি এই মুহূর্তে ব্যস্ত রিয়েলিটি শো ‘স্পিল্টসভিলা’র ১৩তম আসরের শুটিংয়ে। এর পাশাপাশি তিনি বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘অনামিকা’র শুটিং করছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ২০ জানুয়ারি বিবাহিত জীবনের এক দশক পূর্ণ করলেন সানি লিওন আর ড্যানিয়েল ওয়েবার। এই উপলক্ষে স্ত্রীকে হীরার হার উপহার দেন ড্যানিয়েল। ৯ এপ্রিল সেই উপহারের ভিডিও পোস্ট করে সানি লেখেন, ‘বিবাহবার্ষিকীর হীরার জন্য ধন্যবাদ প্রিয়। ১০ বছরের বিবাহিত জীবন আর ১৩ বছরের পথচলা। কে ভেবেছিল, এক সুন্দর দিনে আমাদের একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত আজ আমাদের এখানে এত দূর নিয়ে আসবে! কী চমৎকার একটা জীবনই না আমরা ভাগাভাগি করে নিচ্ছি ভালোবাসা!’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

#ইনিউজ৭১/তুষার/২০২১

এ সম্পর্কিত আরও পড়ুন

আলোয় আলোকিত হয়ে নতুন বছর বরণের প্রস্তুত ছায়ানট

আলোয় আলোকিত হয়ে নতুন বছর বরণের প্রস্তুত ছায়ানট

বাংলা নববর্ষ ১৪৩২-কে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবারও আয়োজন করেছে বর্ষবরণ অনুষ্ঠানের। ‘আমার মুক্তি আলোয়, আলোয়’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজনে থাকবে বাঙালির আলোর পথে এগিয়ে চলার আহ্বান।   শুক্রবার ধানমন্ডির ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা জানান, বিশ্বব্যাপী অস্থিরতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যেও ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন হতে যাচ্ছে

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

পরকীয়ার বিরুদ্ধে যে শাস্তির দাবি করলেন -অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পরকীয়া ও অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি পরকীয়ার জন্য পাথর নিক্ষেপে শাস্তির মতো কঠোর আইন প্রণয়নেরও দাবি তুলে ধরেন।   ‘র‌্যাপিড ফায়ার’ নামের একটি সেশনে সঞ্চালকের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, "আমি যদি সুপার পাওয়ার পেতাম, তাহলে পরকীয়া বন্ধ করতাম। এমন আইন করতাম যেখানে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে পরকীয়াকারীদের

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এবার যে কারণে ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচিত হন ড. মাহফুজুর রহমান। তার গান প্রায়শই সমালোচনার এবং আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। তবে, করোনা মহামারীর কারণে সারা বিশ্ব থেমে গেলেও, তার গান পরিবেশন থেমে যায়নি। তিনি ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে নিয়মিত গান পরিবেশন করতেন, কিন্তু এবারের ঈদে ভক্তদের জন্য একটি দুঃখজনক খবর রয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমের

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ সিয়াম ও হিমির

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকেরা শুধু

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

ধর্মে-কর্মে সময় পার করছেন অভিনেতা তামিম মৃধা

একসময় গান-অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে ইসলামের ছায়াতলেই সকল সুখ খুঁজে পেয়েছেন ছোট পর্দার অভিনেতা ও গায়ক তামিম মৃধা।  দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান নিয়েও হাজির হন না।  বরং ইদানিংকালে তামিমকে দেখা যাচ্ছে একটি ইসলামিক পডকাস্ট পরিচালনা করতে। যেখানে উপস্থিত থাকছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।  ইসলামের বিভিন্ন দিক, বিষয়