করোনায় আক্রান্ত অভিনেতা রাম চরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২০ ০৫:৩৩ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত অভিনেতা রাম চরণ

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাম চরণ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা।


টুইটারে রাম চরণ জানিয়েছেন, তার কোনো উপসর্গ নেই। তবে তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।রাম চরণ তার পিতা চিরঞ্জীবীর সঙ্গে একটি ছবি প্রযোজনা নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমানে ছবির শুটিং চলছে।