চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে হুংকার দিলেন- কলামিস্ট ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০১:৪৭ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি চেয়ে হুংকার দিলেন- কলামিস্ট ফরহাদ মজহার

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে ফরহাদ মজহার বলেন, “বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ সব জনগণের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করতে হবে, এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।”


ফরহাদ মজহার তার পোস্টে বলেন, “যতদূর জানা যায়, ৩১ অক্টোবর চট্টগ্রামের ফিরোজ খান নামে একজন ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন, তবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও উল্লেখ করেন, “চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে গণঅভ্যুত্থান ও সাম্প্রদায়িকতার বিপরীতে দাঁড়ানোর সাহসী নেতৃত্ব প্রদানের জন্য পরিচিত। তার গ্রেপ্তারের মাধ্যমে, সরকার আসলে দেশব্যাপী গণতান্ত্রিক চেতনা ও মানবাধিকারের সংগ্রামের প্রতি অবিচার করছে।”


ফরহাদ মজহার আরও বলেন, “এই মুহূর্তে বাংলাদেশে এক ভয়াবহ রাজনীতি চলছে, যেখানে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র তত্ত্ব এবং গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এবং প্রশাসনের একটি অংশ, বিশেষ করে পুলিশ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো, একযোগে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।”


তার পোস্টে ফরহাদ মজহার আরও বলেন, “বাংলাদেশে ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে সকল নাগরিকের মানবিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”


ফরহাদ মজহার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে তার পোস্টে লেখেন, “আমরা আশা করি, সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেবে এবং তাকে তার সকল অধিকার ফিরিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি তৈরি করতে হবে।”


এদিকে, সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, “পুলিশের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যাদের কাছে হস্তান্তর করা হবে, তাদের কাছে পাঠানো হবে।”


চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। তার মুক্তি দাবিতে সনাতনী সম্প্রদায়সহ বিভিন্ন পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে।