https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মনোনয়নপত্র জমা দিতে না পারায় ইউএনও'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ২৩:১

শেয়ার করুনঃ
মনোনয়নপত্র জমা দিতে না পারায় ইউএনও'র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মাত্র এক থেকে দেড় মিনিট বেশি হওয়ায় মনোনয়নপত্র জমা নেননি বলে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা থেকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন সংবাদ সম্মেলনে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিত রায় এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, গত বুধবার ২৯ নভেম্বর হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নিকট থেকে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করি। পরের দিন ৩০ নভেম্বর বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী জমা দেওয়ার শেষ দিন ছিলো। 

আয়কর কাগজ সংগ্রহ ও আনুষাঙ্গিক কাজ করতে জেলা শহরে থাকতে হয় এবং রাস্তায় যানজটের কারণে উপজেলা চত্বরে পৌঁছাতে একটু সময় লেগে যায়। তবুও আমি দ্রুত ইউএনও'র কার্যালয়ে পৌঁছি। ঘড়ির কাঁটায় তখন ৪টা বেজে এক থেকে দেড় মিনিট বেশি হয়েছে। মাত্র এক থেকে দেড় মিনিট বেশি হওয়ার কারণে ইউএনও সাহেব আমার দিকে ও ঘড়ির দিকে তাকিয়ে বলেন আপনি নির্ধারিত সময়ে আসতে পারেন নাই। তাই আপনার মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব নয়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তারপর আমি ওনার অফিসে বসে একটি দরখাস্ত লিখলাম এবং বললাম ডিসি সাহেবকে বলে যদি আমর মনোনয়নপত্র জমা দেওয়া যায়। তখন তিনি বলেন এখন সময় শেষ দরজা বন্ধ বলে আমার মনোনয়ন জমা নেন নাই।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দেশের অন্যান্য উপজেলায় বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। তবে আমার বেলায় এ নিয়ম কেন? এক দেশে কি দুই নিয়ম! আমি এর সুষ্ঠু সমাধান এবং পুনরায় মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিত রায় বলেন, আমি নিয়মের বাইরে কোনো কাজ করি না। আর নিয়মের বাইরে যাওয়ার আমার কোন সুযোগ নাই। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিলো সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাই আমার কিছুই করার নাই। 

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।   জানা গেছে, ওএসডি হওয়া ৩৩ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এই বদলির সিদ্ধান্তে প্রশাসনের ভেতরে আলোচনার

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)।সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে উপজেলা পরিষদের

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৗকা’র প্রার্থী ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল। তিনি টানা দুইবারের সাংসদ ও এবার নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার সত্বেও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ঈগল' প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন। তার পরাজয়ের পেছনে যেসব কারণগুলো ইতিমধ্যে আলোচনায় এসেছে। এ আসনে তার নেতা কর্মীদের সঙ্গে

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের  ১৮ প্রার্থীর জামানত বাতিল

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের ১৮ প্রার্থীর জামানত বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।  ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।  সেই হিসেবে ঝিনাইদহ-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। ওই আসনে জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার।

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছেন পাঁচটি আসনে। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, সাংস্কৃতিক মুক্তিজোট এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন এই তালিকায়।  মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত