জাপাকে ‘সন্তোষজনক’ আসন দেবে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ন
জাপাকে ‘সন্তোষজনক’ আসন দেবে আ. লীগ

জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এতো দিন আলোচনা চললেও আজ বিকালেই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বসবে দল দুটি। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই আজ রাতে কিংবা কাল বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে। তবে আসন সমঝোতার ক্ষেত্রে  অজনপ্রিয় প্রার্থীদের ছাড়ের তালিকায় রাখতে চায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা। 


দলীয় সূত্র মতে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতা ও নির্বাচনের বিভিন্ন বিষয়ে জাতীয় পার্টির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। বার বার বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। আজ বিকেল ৪টার দিকে গুলশানের একটি হোটেলে শেষ বারের মতো বসতে যাচ্ছে দল দুটি। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে।


এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বৃহস্পতিবার রাতে বলেন, বিকেল ৪টার দিকে আমরা বসতে পারি। বৈঠকে সমঝোতা চূড়ান্ত হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে। সম্মানজনকভাবে দুই দলের সম্মতি হবে। যারা নির্বাচিত হওয়ার মতো, যারা নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হতে পারবে, ইলেকশনে বিজয়ী হতে পারবে অথবা অতীতে পেরেছে, তাদের কথা মাথায় রেখেই এটা চূড়ান্ত হবে। 



তিনি আরও বলেন, শরিকদের সঙ্গেও স্বতন্ত্র প্রার্থী নিয়ে ছাড় হয়নি। ওই অর্থে স্বতন্ত্রের ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি সেই জোটটা আমরা মর্যাদার সাথে রক্ষা করতে চাই। কালকে একটা চূড়ান্ত পর্যায়ে যেতে পারব বলে আমরা আশা করছি।